ধর্ম যার যার উৎসব তার তার
ধর্ম যার যার উৎসব তার তার ! ====================== এটাই ছিলো ১৪৫০ বছর আগের রাসুল ﷺ এর দেখানো শিক্ষা। বিধর্মীদের ধর্মীয় কাজে রাসুল ﷺ ও তাঁর অনুসারীরা কখনও বাঁধা দেন নাই। তারা তাদের ধর্ম অনুসরণ করতো, রাসুল ﷺ তাঁর ধর্ম অনুসরণ করতো। যেমন কোরআনে মহান আল্লাহ বলেন, قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ۞ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ۞ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ۞ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ۞ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ۞لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ -বলে দাও , হে কাফেররা। আমি ইবাদত করিনা, তোমরা যার ইবাদত কর। এবং তোমরাও ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। এবং আমি ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা কর। তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমাদের ধর্ম আমাদের জন্য। [সূরা কাফেরুন ১-৫] . কিন্তু আজ এত কাল পর শয়তান তার শয়তানীকে নতুন মাত্রায় আমাদের মাথায় ডুকিয়ে দিয়েছে। তাই তো প্রচার করা হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার। কত বড় শয়তানী কথা চিন্তা করো যায়? . . মুলত এটি একটি জাহেলী বক্তব্য। আর এই কারনেই ইসলীম শরীয়ত সম্পর্কে অজ্