রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এর আখলাক
হযরত আ’য়েশাহ রদিয়াল্লহু আ’নহা এর বর্ণনা সা’দ ইবনে হিশাম রহমাতুল্লহ আ’লাইহি বলেন, আমি উম্মুল মুমিনীন আ’য়েশাহ রদিয়াল্লহু আ’নহা এর নিকট বলিলাম, আমাকে রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এর আখলাক সম্পর্কে বলুন। তিনি বলিলেন তুমি কি করআন পড় না? আমি বলিলাম নিশ্চয়ই! তিনি বলিলেন, তাঁহার চরিত্র ছিল কুরআন। (অর্থাৎ কুরআনে বর্ণিত চরিত্রের ন্যায় তাঁহার চরিত্র ছিল।) অপর রেওয়ায়েতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, হযরত কাতাদাহ রদিয়াল্লহু আ’নহু বলিয়াছেন, আর কুরআন সর্বোত্তম মানব চরিত্র বর্ণনা করিয়াছে। (মুসলিম, ইবনে সা’দ) হযরত আবু দারদা রদিয়াল্লহু আ’নহু বলেন, আমি হযরত আ’য়েশাহ রদিয়াল্লহু আ’নহা কে রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এর আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন তাঁহার আখলাক ছিল কুরআন। কুরআন যাহাতে সন্তুষ্ট তিনি তাহাতে সন্তুষ্ট হইতেন, করআন যাহাতে অসন্তুষ্ট তিনি তাহাতে অসন্তুষ্ট হইতেন। যায়েদ ইবনে বাবনুস রহমাতুল্লহ আ’লাইহি বলেন, আমরা হযরত আ’য়েশাহ রদিয়াল্লহু আ’নহা কে জিজ্ঞাসা করিলাম, হে উম্মুল মুমিনীন, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্ল...