তারবিহীন ফাইল স্থানান্তর
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কম্পিউটারে কোনো ফাইল স্থানান্তরের জন্য আমরা সচরাচর ডেটা কেবল ব্যবহার করে থাকি। তবে সে জন্য প্রতিবার নতুন করে সেটআপ করে নিতে হয়। তবে আপনি চাইলে কোনো কেবল সংযোগের ঝামেলা ছাড়াই উইন্ডোজ ড্রাইভের মতো আপনার মুঠোফোনের সব বিষয়বস্তু (কনটেন্ট) কম্পিউটারে স্থানান্তর করতে পারেন। ধাপগুলো এমন— প্রথমে গুগল প্লে স্টোরে ঢুকে কোনো একটি ফাইল ম্যানেজার অ্যাপ নামিয়ে নিন। তবে সে অ্যাপে ইএস ফাইল এক্সপ্লোরার বা এমএক্স ফাইল এক্সপ্লোরারের মতো এফটিপি ফাইল স্থানান্তরের সুবিধা থাকতে হবে। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি চালু করুন এবং ‘ভিউ অন পিসি’ বা ‘এফটিপি’ অপশন খুঁজে নিন। এবার আপনার স্মার্টফোন এবং কম্পিউটার একই ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযুক্ত কি না, তা নিশ্চিত করুন। অ্যাপটিতে এফটিপি স্থানান্তর সক্রিয় করুন। এরপর আপনার কম্পিউটারের ‘মাই কম্পিউটার’ বা ‘দিস পিসি’ অপশনে যান। উইন্ডোর ওপরের অংশ থেকে ‘অ্যাড আ নেটওয়ার্ক লোকেশন’-এ চাপুন। তারপর ‘নেক্সট’ বোতামে ক্লিক করুন। এবার ফাইল ম্যানেজার অ্যাপ থেকে নেটওয়ার্ক ইউআরএল নিয়ে কম্পিউটারে যুক্ত করুন। ‘নেক্সট’ বোতামে ক্লিক করুন এবং চাইলে ইউজার নেম এবং পাসওয়ার্ড...