Hajj-E-Tamattu:তামাততু হজের নিয়ম
তামাততু হজের নিয়ম বাংলাদেশ থেকে যাওয়া হাজ্বিরা বেশীরভাগ তামাততু হাজ্ব করে থাকেন। তাই হাজ্বীদের খেদমতে হজ্জ্বে তামাততু এর নিয়ম বর্ণনা করিলাম। ১. ওমরাহর ইহরাম (ফরজ) · পরিষ্কার-পরিচ্ছন্নতা সেরে গোসল বা অজু করে নিতে হবে · মিকাত অতিক্রমের আগেই সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করুন , অন্যটি গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে নিন · শুধু ওমরাহর নিয়ত করে এক বা তিনবার তালবিয়া পড়ে নিন · তালবিয়া হলো ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক , লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক , ইন্নাল হাম্দা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক , লা শারিকা লাকা’ অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার দরবারে হাজির , আমি তোমার দ্বারে উপস্থিত , আমি হাজির , তোমার কোনো অংশীদার নেই , তোমার দরবারে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামতের সামগ্রী সবই তোমার , ( সর্বযুগে ও সর্বত্র) তোমারই রাজত্ব , তোমার কোনো অংশীদার নেই। ২. ওমরাহর তাওয়াফ (ফরজ) · অজুর সঙ্গে ইজতিবাসহ তাওয়াফ করুন। ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বাঁ কাঁধের ওপর রাখাকে ‘ইজতিবা’ বলে। তাওয়াফঃ · হাজরে আসও