ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার মডেল টেস্ট অংশ-১: বাংলা , পূর্ণমান-৪০ ১. ভাষার জন্য বায়ান্ন সালে আন্দোলন হলো কেন ? ক) রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে খ) রাষ্ট্রভাষা উর্দু করার দাবিতে গ) রাষ্ট্রভাষা বাংলা ও উর্দু করার দাবিতে ঘ) রাষ্ট্রভাষা হিসেবে ইংরেজি ও বাংলা করার দাবিতে ২. শালিকেরা সব একজোট হয় কেন ? ক) বিশৃঙ্খলাকারীদের শাস্তি দেওয়ার জন্য খ) শকুনের অত্যাচার বন্ধের জন্য গ) অন্যায়ের প্রতিবাদ করার জন্য ঘ) নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ৩. ঘোড়া ও হাতির খেলা সেই সময়ে কী নির্দেশ করে ? ক) প্রাণী প্রেম খ) অভিজাত গ) শৌখিনতা ঘ) প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ৪. অতীত গ্রাম-ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য কোনটি ? ক) গাঁয়ে মোড়ল নেতৃত্ব দিত খ) বিভিন্ন গোত্রের বিভাজন গ) স্বনির্ভর গ্রাম-ব্যবস্থা ঘ) রাষ্ট্রনির্ভর গ্রাম-ব্যবস্থা ৫. কত দিকে কত কারিগর গল্পের রচয়িতা কে ? ক) সৈয়দ শামসুল হক খ) কবি শামসুর রাহমান খ) সৈয়দ মুজতবা আলী ঘ) কামরুল হাসান ৬. প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কোনটি ? ক) ১৯১৩-১৯১৪ সাল খ) ১৯১৪-১৯১৭ সাল গ) ১৯১৪-১৯১৮ সাল ঘ) ১৯১৪-১৯২০ সাল ৭. সাবুর উত্তেজিত হওয়ার পেছনে রয়েছে— ১. পাকিস...