শবে বরাতের নামায

শবে বরাতের নামে কোন নামাজ নেই। তবে এই রাত ক্ষমা পাওয়ার রাত। এই রাতে সালাতুত তাসবিহ আদায় করা যায়। সালাতুল হাজত আদায় করতে পারলেও ভালো। উত্তম হল ক্বাজা নামাজ থাকলে খুঁজে খুঁজে আদায় করা। রাতভর যিকিরে কাটানো ভালো। উত্তম যিকির হল কোরান তেলাওয়াত। সাবধান! রাত জেগে যেন ফজর ক্বাজা না হয় সেদিকে খেয়াল রাখি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী