Class8 ICT Chapter 2 - অষ্টম শ্রেণি আইসিটি অধ্যায় ২, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি

 




 

অষ্টম শ্রেণি আইসিটি  
অধ্যায় ২, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি

অপটিক্যাল ফাইবার কেমন করে কাজ করে?

অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাঁচের তন্তু। বৈদ্যুতিক তারে বৈদ্যুতিক সংকেত পাঠানো হয়। স্যাটেলাইটে ওয়্যারলেস সিগন্যাল পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারে সিগন্যালকে আলোতে রূপান্তরিত করে আলো হিসেবে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয় সেটি ইনফ্রারেড আলো এবং এটি আমাদের চোখে দৃশ্যমান নয়। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব।

Contact

PHONE:

০১৭৪০ ৬৩ ১১ ৫০

 

WEBSITE:

sariyatulweeda.blogspot.com

 

EMAIL:

morshedalamideal@gmail.com

 

 

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

প্রোটোকল কি?  

ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান প্রদান করতে হয় । যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় ঠিক কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের সাথে কথা বলবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রোটোকল।

 

ইন্টারনেট কী?

ইন্টারনেট (Internet) কথাটি বিশ্লেষণ করলে তাকে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক (Interconnected Network) এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পাওয়া যায়। আর এর কার্যগত বিশ্লেষণে গেলে দেখা যায় এটি হল নেটওয়ার্ক সমূহের নেটওয়ার্ক। বাস্তবে ইন্টারনেট হচ্ছে এমন একতা জায়গা যেখানে পৃথিবীর যাবতীয় তথ্য খুজে পাওয়া যায়।

SKILLS test

NIC = Network Interface Card

HTML = Hypertext Markup Language

HTTP = Hypertext transfer Protocol

MODEM = Modulator and Demodulator

PAN = Personal Area Network

LAN = Local Area Network

MAN = Metroplitan Area Network

WAN = Wide Area Network, WWW= World Wide Web  

 














মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী