যিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল

যিলহজ্জ মাস পবিত্র হজ্জব্রত পালনের মাস। এ মাসে হাজ্জীরা পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সারাবিশ্ব থেকে পবিত্রভুমি মক্কায় জড়ো হয়। লাব্বায়েক ধ্বনিতে মুখরিত করে তোলে আকাশ-বাতাস। এ মাসের প্রথম ১০ দিন আল্লার কাছে বেশ প্রিয়, এ বিষয়ে হাদীসে পাকে নবীজি (সঃ) এরশাদ করেন, যিলহজ্জ মাসের প্রথম ১০দিনের আমল আল্লাহর নিকট বছরের যেকোন সময়ের আমল অপেক্ষা প্রিয় । তবে ঐ ব্যক্তির কথা আলাদা, যে ব্যক্তি জান্-মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। এ মাসের আমল সমূহের মধ্যে রয়েছে (ক) তাকবীর (খ) তাহলিল (গ) তাজবিদ। এ আমলগুলো দিন বা রাতের যেকোন সময় করা যায়। এছাড়া রাতের নামায অনেক গুরুত্বপূর্ণ , সালাতুত-তাসবীহ আদায় করলে ভালো। এ মাসে এমন একটি দিন আছে। যে দিন হাজ্বীরা আরাফাত ময়দানে একত্রিত হয়ে হজ্জের ফরজ আদায় করেন। এই দিনেই মহান আল্লাহ্‌ একত্রে সবচাইতে বেশী লোককে ক্ষমা করে দেন। এই দিনের রোযা রাখা দুই বছরের গুনাহর কাফফারা। অর্থাৎ আরাফাত দিবসের রোযা ফলে আল্লাহ্‌ রোযাদারের গতবছর এবং আগামী বছরের  গুনাহ মাফ করে দেন। আল্লাহ্‌ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন। -আমিন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী