ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ
ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ
* সহবাস এবং ওই বিষয়ে কোনো আলোচনা করা যাবে না।
* পুরুষদের ক্ষেত্রে কোনো সেলাই করা জামা, পায়জামা ইত্যাদি পরা বৈধ নয়।
* কথা ও কাজে কাউকে কষ্ট দেওয়া যাবে না।
* পুরুষদের ক্ষেত্রে মাথা বা মুখ ঢাকা যাবে না; এমনকি টুপিও পরা যাবে না।
* নারীদের মাথায় অবশ্যই কাপড় রাখতে হবে। তবে মুখমণ্ডল স্পর্শ করে এমন কাপড় পরবেন না।
* নখ, চুল, দাড়ি-গোঁফ ও শরীরের একটি পশমও কাটা বা ছেঁড়া যাবে না।
* কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না।
* কোনো ধরনের শিকার করা যাবে না।
* ক্ষতিকারক সব প্রাণী মারা যাবে। ক্ষতি করে না, এমন কোনো প্রাণী মারা যাবে না।
* পুরুষদের ক্ষেত্রে কোনো সেলাই করা জামা, পায়জামা ইত্যাদি পরা বৈধ নয়।
* কথা ও কাজে কাউকে কষ্ট দেওয়া যাবে না।
* পুরুষদের ক্ষেত্রে মাথা বা মুখ ঢাকা যাবে না; এমনকি টুপিও পরা যাবে না।
* নারীদের মাথায় অবশ্যই কাপড় রাখতে হবে। তবে মুখমণ্ডল স্পর্শ করে এমন কাপড় পরবেন না।
* নখ, চুল, দাড়ি-গোঁফ ও শরীরের একটি পশমও কাটা বা ছেঁড়া যাবে না।
* কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না।
* কোনো ধরনের শিকার করা যাবে না।
* ক্ষতিকারক সব প্রাণী মারা যাবে। ক্ষতি করে না, এমন কোনো প্রাণী মারা যাবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন