গোসল
গাও ধোয় গাধা আর গোসল করে মোসলমান... ছোট বেলায় দাদার বাড়িতে বেড়াতে গেছি দুপুরের সময় দাদা হয়ত জিজ্ঞেস করেছেন, “ কিরে ভাত খালু” আমরা হয়ত উত্তর দিলাম “দাদা এলাও গাও ধোও নাই” আর সাথে সাথে আমার শ্রদ্ধেয় দাদা মরহুম মফিজ উদ্দিন মণ্ডল “গাও ধোয় গাধা আর গোসল করে মুসলমান”এই শ্লোকটি বলতেন। বলাবাহুল্য এতদ রংপুর অঞ্চলে গোসল করাকে গা ধোয়া বলে। যদিও সেই সময় বিষয়টি হাস্য রসাত্মক হিসেবে নিয়েছিলাম কিন্তু বড় হয়ে শ্লোকটির মর্মার্থ বুঝতে অসুবিধা হয় নাই। অন্য ধর্মের কথা বলতে পারব না কিন্তু ইসলাম ধর্মে পাক পবিত্র হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধি-বিধান রয়েছে। কোন মুসলমানের সন্তান এই বিধি-বিধান না মেনে শুধু গায়ে পানি ঢেলে পুত পবিত্র হলে তা গাধার কর্মেরই সমার্থক । গাধা আমজনতার কাছে নির্বুদ্ধিতার প্রতিক , Animal Scientist দের কাছে ভারবাহী ও কষ্টসহিষ্ণু (Draught, Power & hardy) এবং আমেরিকানদের কাছে ডেমোক্রেটদের প্রতিক Slow & steady = SDGs. গাধা মাটিতে ধুলায় গড়াগড়ি খাওয়াকে ইংরেজিতে Dust bath বলে বালিতে গড়াগড়ি খাওয়াকে Sand bath বলে। মূলত বহিস...