ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মডেল টেস্ট - বাংলা


ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা: মডেল টেস্টবাংলা



১। একুশ স্মরণে প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেন?

ক. শহিদ বরকতের পিতা      

খ. শহিদ জব্বারের মাতা 

গ. শহিদ শফিউর রহমানের পিতা

ঘ. শহিদ শফিউর রহমানের মাতা

২। বনফুলের কোনটির প্রতি বিশেষ আগ্রহ ছিল?

ক. ছোটগল্প       খ. উপন্যাস   

গ. কবিতা         ঘ. নাটক

৩। ‘পুতুলের বিয়ে’ কাজী নজরুল ইসলাম রচিত একটি—

ক. উপন্যাস       খ. নাটক  

গ. কাব্যগ্রন্থ       ঘ. গান

৪। ‘সুখ’ কবিতাটি কবি কামিনী রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. নির্মল্য         খ. অশোক সংগীত  

গ. জীবনপথে      ঘ. আলোছায়া

৫। তোষামোদ করলে কী হয়?

ক. অন্যায় কাজ প্রশ্রয় পায়                 

খ. অন্যায় কাজ রহিত হয়

গ. অর্থলাভ হয়                             

ঘ. আত্মতৃপ্তি পাওয়া যায়

৬। ‘কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে’—এখানে কবি দেখিয়েছেন—

ক. জন্মভূমির অতুলনীয় সৌন্দর্য             

খ. জন্মভূমির প্রতি আবেগ

গ. জন্মভূমির ফসলের মাঠ                  

ঘ. জন্মভূমির প্রতি মায়া

৭। ‘গোলাপ ফোটে খুকির হাতে’ কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর                     

খ. আল মাহমুদ        

গ. সুকুমার রায়                         

ঘ. শামসুর রাহমান

৮। কোন পাহাড় কবিকে ডাকে?

ক. লাল দিঘি      খ. উটকো পাহাড়  

গ. মিনার          ঘ. কোনোটিই নয়

৯। ‘বাতাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক. বায়ু          খ. অনল     

গ. সমীর         ঘ. পবন

১০। চলিত রূপের শব্দ নিচের কোনটি?

ক. তাদেরই       খ. পড়িল                   

গ. দিয়াছ          ঘ. গাহি

১১। বাংলায় স্বরবর্ণের সংখ্যা কয়টি?

ক. ৯টি           খ. ১০টি       

গ. ১১টি           ঘ. ১২টি

১২। ক্রিয়া সংঘটনের রীতিকে কী বলে?

ক. ক্রিয়ার ভাব         

খ. ক্রিয়ার কাল 

গ. ক্রিয়ার বাচ্য          

ঘ. ক্রিয়ার অনুজ্ঞা

১৩। নিচের কোনটি বিশেষণের অতিশায়ন?

ক. আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন

খ. পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী

গ. বাঘের চেয়ে সিংহ বলবান

ঘ. ধীরে ধীরে বায়ু বয়

১৪। ‘তিনি চট্টগ্রাম থেকে এসেছেন’—এখানে ‘চট্টগ্রাম’ কোন কারক?

ক. কর্তৃকারক খ. কর্মকারক

গ. অধিকরণ কারক ঘ. অপাদান কারক

১৫। ‘সমিতি’ শব্দটি নিচের কোন শ্রেণির বিশেষ্য?

ক. সংখ্যাবাচক খ. জাতিবাচক

গ. সমষ্টিবাচক ঘ. গুণবাচক

১৬। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম নিচের কোনটি?

ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি

গ. যোগ্যতা ঘ. বাক্য প্রকরণ

১৭। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?

ক. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত

খ. যে ভিক্ষা চায়, তাকে দান করো

গ. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি ঘ. যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে

১৮। ‘যে ভবিষ্যত্ না ভেবেই কাজ করে’ তাকে এককথায় কী বলে?

ক. অপরিণামদর্শী       

খ. অবিমৃশ্যকারী

গ. কিংকর্তব্যবিমূঢ়       

ঘ. অনন্যোপায়

১৯। ‘রাশভারী’ বাগ্ধারাটির সঠিক অর্থ নিচের কোনটি?

ক. নিষ্ক্রিয় দর্শক                

খ. দীর্ঘজীবী

গ. কুটিলতা             

ঘ. গম্ভীর প্রকৃতির

২০। কোনটি মিশ্র শব্দের উদাহরণ?

ক. চাকর-বাকর খ. হারাম-হালাল

গ. নামাজ-রোজা  ঘ. হাট-বাজার

২১। ‘শরতের পরে আসে বসন্ত’—বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করেছে—

ক. বিরতি       খ. অবধি

গ. স্বল্প বিরতি   ঘ. দীর্ঘ বিরতি

২২। ‘বচন’ ও ‘লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক. ধ্বনিতত্ত্ব     খ. বাক্যতত্ত্ব

গ. রূপতত্ত্ব      ঘ. পদক্রম

২৩। ‘বিরামচিহ্ন’ কেন ব্যবহূত হয়?

ক. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

খ. বাক্য সংকোচনের জন্য

গ. বাক্যের সৌন্দর্যের জন্য

ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য

২৪। সংখ্যাবাচক শব্দ কয়টি?

ক. ৩টি         খ. ৪টি

গ. ৫টি          ঘ. ৬টি

২৫। কোন শব্দটিতে উপসর্গ ব্যবহূত হয়নি?

ক. নিখুঁত        খ. সুগম

গ. রামছাগল     ঘ. লবণ

২৬। ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান।’—এটি কোন ধরনের বাক্য?

ক. সরল        খ. জটিল

গ. মিশ্র         ঘ. যৌগিক

২৭। কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে

ব্যবহূত হয়?

ক. ফুল         খ. দাম

গ. গুচ্ছ         ঘ. বৃন্দ

২৮। ত, , , ধ—বর্ণ।

ক. ওষ্ঠ্য         খ. তালব্য

গ. দন্ত্য         ঘ. স্পর্শ

২৯। অন্য কর্তৃক চালিত ক্রিয়ার নাম—

ক. সমধাতুজ কর্ম খ. প্রযোজক ক্রিয়া

গ. সমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া বিভক্তি

৩০। নিচের উপসর্গের মধ্যে কোন চারটি খাঁটি বাংলা উপসর্গ ও তত্সম উপসর্গের উদাহরণ?

ক. সা, নি, বি,

খ. সম, বি, ,

গ. সু, নি, ,

ঘ. নি, সু, বি,

৩১। ‘খাদ্যে ভেজাল মারাত্মক রূপ ধারণ করেছে।’ এর প্রতিকারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? লেখো।       

অথবা, ভাবসম্প্রসারণ করো:

ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল

গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।

৩২. অমন জন্তুদের মোকাবিলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। উক্তির আলোকে মুক্তিযোদ্ধাদের মনের ভাব প্রকাশ করো।               

অথবা, মিনু গল্পের মিনুদের মতো মানুষদের জন্য তোমার কী করণীয় আছে, তা ১০টি বাক্যে লেখো।






উপরোক্ত প্রশ্নের উত্তর

১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ক ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. ঘ ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. গ ২৯. খ ৩০. ঘ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী