ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মডেল টেস্ট- সাধারণ জ্ঞান
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা : মডেল সাধারণ জ্ঞান
সঠিক
উত্তরে টিকচিহ্ন দাও। .৫×২০=১০
১। কোনটি তরল-তরল দ্রবণের উদাহরণ?
ক. ভিনেগার ও পানি
১। কোনটি তরল-তরল দ্রবণের উদাহরণ?
ক. ভিনেগার ও পানি
খ. পানি
ও লবণ
গ. পানি ও বালু
গ. পানি ও বালু
ঘ. পানি
ও চিনি
২। ফরমালিন কী ধরনের গ্যাসের দ্রবণ?
ক. পানিতে ফরমালডিহাইড
খ. পানিতে অ্যাসিটালডিহাইড
গ. পানিতে কার্বন ডাই-অক্সাইড
২। ফরমালিন কী ধরনের গ্যাসের দ্রবণ?
ক. পানিতে ফরমালডিহাইড
খ. পানিতে অ্যাসিটালডিহাইড
গ. পানিতে কার্বন ডাই-অক্সাইড
ঘ.
সবগুলো
৩। সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে, তাকে কী বলে?
ক. প্রতিসরণ
৩। সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে, তাকে কী বলে?
ক. প্রতিসরণ
খ.
বিক্ষেপণ
গ. নিয়মিত প্রতিফলন
গ. নিয়মিত প্রতিফলন
ঘ.
ব্যাপ্ত প্রতিফলন
৪। দুটি সমতল দর্পণকে মুখোমুখি রাখলে কী ধরনের প্রতিফলন ঘটে?
ক. নিয়মিত প্রতিফলন
৪। দুটি সমতল দর্পণকে মুখোমুখি রাখলে কী ধরনের প্রতিফলন ঘটে?
ক. নিয়মিত প্রতিফলন
খ.
ব্যাপ্ত প্রতিফলন
গ.
বহুমুখী প্রতিফলন
ঘ.
প্রতিসরণ
৫। হেলানো তল থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা আদায় করা যায়?
ক. দৈর্ঘ্য বাড়িয়ে
৫। হেলানো তল থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা আদায় করা যায়?
ক. দৈর্ঘ্য বাড়িয়ে
খ.
দৈর্ঘ্য কমিয়ে
গ. উচ্চতা বাড়িয়ে
গ. উচ্চতা বাড়িয়ে
ঘ.
উচ্চতা কমিয়ে
৬। পৃথিবীর বয়স কত বছর?
ক. ১০ বিলিয়ন
৬। পৃথিবীর বয়স কত বছর?
ক. ১০ বিলিয়ন
খ. ৫
বিলিয়ন
গ. সাড়ে ৪ বিলিয়ন
গ. সাড়ে ৪ বিলিয়ন
ঘ. ৩ বিলিয়ন
৭। সূর্যে কোন গ্যাস থাকে?
ক. হাইড্রোজেন খ. হিলিয়াম
গ. নাইট্রোজেন ঘ. ক ও খ
৮। বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি?
৭। সূর্যে কোন গ্যাস থাকে?
ক. হাইড্রোজেন খ. হিলিয়াম
গ. নাইট্রোজেন ঘ. ক ও খ
৮। বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি?
ক.
হাইড্রোজেন খ. হিলিয়াম
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
৯। কোন তত্ত্বের সাহায্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদিগরণ ব্যাখ্যা করা যায়?
ক. মহাবিস্ফোরণ
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
৯। কোন তত্ত্বের সাহায্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদিগরণ ব্যাখ্যা করা যায়?
ক. মহাবিস্ফোরণ
খ.
চুম্বকের ডোমেইন
গ. চুম্বকত্বের
গ. চুম্বকত্বের
ঘ. প্লেট
টেকটোনিক
১০। পচা ও মৃত জীবদেহের উপাদান হলো—
ক. মাটি খ. হিউমাস
১০। পচা ও মৃত জীবদেহের উপাদান হলো—
ক. মাটি খ. হিউমাস
গ. শিলা ঘ. খনিজ
১১। পলিথিন তৈরি হয় কোনটি থেকে?
ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস
গ. পেট্রোলিয়াম ঘ. হিউমাস
১২। শিল্প শহর নামে খ্যাত কোনটি?
১১। পলিথিন তৈরি হয় কোনটি থেকে?
ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস
গ. পেট্রোলিয়াম ঘ. হিউমাস
১২। শিল্প শহর নামে খ্যাত কোনটি?
ক. ঢাকা খ. কুমিল্লা
গ. খুলনা
ঘ. নারায়ণগঞ্জ
১৩। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশের বেশি?
ক. ১০ খ. ২৫
১৩। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশের বেশি?
ক. ১০ খ. ২৫
গ. ২০ ঘ. ৪০
১৪। প্রযুক্তিগত জ্ঞান মানেই—
ক. বহুমুখী শিক্ষা খ. একমুখী শিক্ষা
গ. দ্বিমুখী শিক্ষা ঘ. কর্মমুখী শিক্ষা
১৫। মানুষের স্বাধীনতা আর অধিকার ভোগের বড় বাধা কোনটি?
ক. দারিদ্র্য, অশিক্ষা আর বেকারত্ব
১৪। প্রযুক্তিগত জ্ঞান মানেই—
ক. বহুমুখী শিক্ষা খ. একমুখী শিক্ষা
গ. দ্বিমুখী শিক্ষা ঘ. কর্মমুখী শিক্ষা
১৫। মানুষের স্বাধীনতা আর অধিকার ভোগের বড় বাধা কোনটি?
ক. দারিদ্র্য, অশিক্ষা আর বেকারত্ব
খ.
দারিদ্র্য ও স্বজনপ্রীতি
গ.
বেকারত্ব ও দুর্নীতি
ঘ.
অশিক্ষা ও সৃজনশীলতা
১৬। যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে—
ক. ডিজিটাল ক্যামেরা
১৬। যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে—
ক. ডিজিটাল ক্যামেরা
খ. সিডি
টিভি
গ. অপটিক্যাল ফাইবার
গ. অপটিক্যাল ফাইবার
ঘ.
অনলাইন
১৭। একই সঙ্গে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. মনিটর খ. টাচ্ স্ক্রিন
গ. কি-বোর্ড ঘ. মাদারবোর্ড
১৮। আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায়—
i. আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ
ii. স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার
১৭। একই সঙ্গে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. মনিটর খ. টাচ্ স্ক্রিন
গ. কি-বোর্ড ঘ. মাদারবোর্ড
১৮। আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায়—
i. আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ
ii. স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার
iii. আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। মেন্যুবার ব্যবহার করে ফাইল বন্ধ করতে প্রথমে কোথায় ক্লিক করতে হয়?
ক. Close খ. Save
১৯। মেন্যুবার ব্যবহার করে ফাইল বন্ধ করতে প্রথমে কোথায় ক্লিক করতে হয়?
ক. Close খ. Save
গ. File ঘ. Open
২০। ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কী ব্যবহার করতে হয়?
ক. ওয়েব ব্রাউজার খ. সার্চইঞ্জিন
গ. হাইপারলিংক ঘ. ই-মেইল
২০। ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কী ব্যবহার করতে হয়?
ক. ওয়েব ব্রাউজার খ. সার্চইঞ্জিন
গ. হাইপারলিংক ঘ. ই-মেইল
সংক্ষেপে
উত্তর দাও। ১×১৫=১৫
২১। অ্যাডভোকেট মো. আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
২২। কোন বাংলাদেশি প্রথমবারের মতো ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করেন?
২৩। কোন স্থানকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়?
২৪। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
২৫। A Long Walk to Freedom বইটির লেখক কে?
২৬। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?
২৭। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
২৮। ২০১৬ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক?
২৯। ‘অ্যাশেজ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
৩০। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
৩১। নির্মাণাধীন পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
৩২। বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
৩৩। কেন্দ্রীয় শহিদ মিনারের নকশা করেন কে?
৩৪। ডিম ও দুধে কোন ভিটামিন নেই?
৩৫। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কী?
৩৬। পূর্ণরূপ লেখো— ১×১০=১০
SDG, TIN, ATM, BGB, VAT, CPU, WTO, www, RAM, http
সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। ১×৫=৫
৩৭। ধারাটির পরবর্তী পদ দুটি—৭, ৪, ১০, ৮, ১৪, ১৩, ১৯, ___,
ক. ২৫, ২০ খ. ১৯, ১৯
গ. ২০, ১৯ ঘ. ১৯, ২৫
৩৮। ধারাটির পরবর্তী পদ দুটি—৭, ৪, ১১, ৮, ১৭, ১২, ২৫, ___ , ___
ক. ৩৫, ১৭ খ. ৩৫, ১৬
গ. ২৯, ১৪ ঘ. ১৬, ৩৫
৩৯। ৮, ৪, ২, ১, , ___?
ক. -২ খ. -৪ গ. -৬ ঘ. -৮
৪০। নিচের কোনটি সঠিক?
ক. 0.1>0.100 খ. 0.1000>.100
গ. 0.1>0.01 ঘ. কোনোটিই নয়
৪১। যদি STUDENT = 1734567 এবং CAN = 896 হয়, তবে CADET = ?
ক. ৮১৪৫৭ খ. ৮৯৪৫৭
গ. ৫৬৮৯ ঘ. কোনোটিই নয়
২১। অ্যাডভোকেট মো. আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
২২। কোন বাংলাদেশি প্রথমবারের মতো ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করেন?
২৩। কোন স্থানকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়?
২৪। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
২৫। A Long Walk to Freedom বইটির লেখক কে?
২৬। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?
২৭। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
২৮। ২০১৬ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক?
২৯। ‘অ্যাশেজ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
৩০। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
৩১। নির্মাণাধীন পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
৩২। বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
৩৩। কেন্দ্রীয় শহিদ মিনারের নকশা করেন কে?
৩৪। ডিম ও দুধে কোন ভিটামিন নেই?
৩৫। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কী?
৩৬। পূর্ণরূপ লেখো— ১×১০=১০
SDG, TIN, ATM, BGB, VAT, CPU, WTO, www, RAM, http
সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। ১×৫=৫
৩৭। ধারাটির পরবর্তী পদ দুটি—৭, ৪, ১০, ৮, ১৪, ১৩, ১৯, ___,
ক. ২৫, ২০ খ. ১৯, ১৯
গ. ২০, ১৯ ঘ. ১৯, ২৫
৩৮। ধারাটির পরবর্তী পদ দুটি—৭, ৪, ১১, ৮, ১৭, ১২, ২৫, ___ , ___
ক. ৩৫, ১৭ খ. ৩৫, ১৬
গ. ২৯, ১৪ ঘ. ১৬, ৩৫
৩৯। ৮, ৪, ২, ১, , ___?
ক. -২ খ. -৪ গ. -৬ ঘ. -৮
৪০। নিচের কোনটি সঠিক?
ক. 0.1>0.100 খ. 0.1000>.100
গ. 0.1>0.01 ঘ. কোনোটিই নয়
৪১। যদি STUDENT = 1734567 এবং CAN = 896 হয়, তবে CADET = ?
ক. ৮১৪৫৭ খ. ৮৯৪৫৭
গ. ৫৬৮৯ ঘ. কোনোটিই নয়
ক্যাডেটে
ভর্তি পরীক্ষা: সাধারণ জ্ঞানের উত্তর
১. ক ২.
ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. খ
১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ
১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. ২০তম ২২. সিদ্দিকুর রহমান ২৩. মহাস্থানগড় ২৪.
অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল) ২৫. নেলসন ম্যান্ডেলা ২৬. বৈকাল হ্রাদ ২৭. কামরুল
হাসান ২৮. যুক্তরাষ্ট্র ২৯. ক্রিকেট ৩০. ১৪৬৬ ডলার (মার্কিন) ৩১. মুন্সিগঞ্জ ও
শরীয়তপুর ৩২. শেখ হাসিনা ৩৩. হামিদুর রহমান ৩৪. ভিটামিন সি ৩৫. থেরেসা মে
৩৬. SDG-Sustainable Development Goals,
TIN-Tax Identification Number, ATM-Automated Teller Machine,
BGB-Border Guard
Bangladesh, VAT-Value Added Tax, CPU-Central Processing Unit, WTO-World Trade
Organization, www-world wide web, RAM-Random Access Memory, http-hypertext
transfer protocol. ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. গ ৪১. খ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন