পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গোসল

গাও ধোয় গাধা আর গোসল করে মোসলমান... ছোট বেলায় দাদার বাড়িতে বেড়াতে গেছি দুপুরের সময় দাদা হয়ত জিজ্ঞেস করেছেন, “ কিরে ভাত খালু” আমরা হয়ত উত্তর দিলাম “দাদা এলাও গাও ধোও নাই” আর সাথে সাথে আমার শ্রদ্ধেয় দাদা মরহুম মফিজ উদ্দিন মণ্ডল “গাও ধোয় গাধা আর গোসল করে মুসলমান”এই শ্লোকটি বলতেন।  বলাবাহুল্য এতদ রংপুর অঞ্চলে গোসল করাকে গা ধোয়া বলে। যদিও সেই সময় বিষয়টি হাস্য রসাত্মক হিসেবে নিয়েছিলাম কিন্তু বড় হয়ে শ্লোকটির মর্মার্থ বুঝতে অসুবিধা হয় নাই। অন্য ধর্মের কথা বলতে পারব না কিন্তু ইসলাম ধর্মে পাক পবিত্র হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধি-বিধান রয়েছে। কোন মুসলমানের সন্তান এই বিধি-বিধান না মেনে শুধু গায়ে পানি ঢেলে পুত পবিত্র হলে তা গাধার কর্মেরই সমার্থক । গাধা আমজনতার কাছে নির্বুদ্ধিতার প্রতিক , Animal Scientist দের কাছে ভারবাহী ও  কষ্টসহিষ্ণু (Draught, Power & hardy)    এবং আমেরিকানদের কাছে   ডেমোক্রেটদের প্রতিক  Slow & steady = SDGs. গাধা মাটিতে  ধুলায় গড়াগড়ি খাওয়াকে ইংরেজিতে  Dust bath বলে বালিতে গড়াগড়ি খাওয়াকে  Sand bath বলে। মূলত বহিস...

ভাস্কো দা গামা

ভাস্কো দা গামা ( ১৪৬৯ - ডিসেম্বর ২৪ , ১৫২৪ , কোচি , ভারত ) একজন পর্তুগীজ অনুসন্ধানকারী এবং পর্যটক যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন। তিনিই প্ৰথম ইউরোপীয় ব্যক্তি যিনি সম্পূৰ্ণ সাগর পথ পাড়ি দিয়ে ভারতে এসে উপস্থিত হন , তার ভ্ৰমণে এশিয়া এবং ইউরোপকে সংযোগ করার সাথে সাথে আটলান্তিক মহাসাগর এবং ভারত মহাসাগরকে সংযোগ করেছিল এবং এ দিক থেকেই তিনি পশ্চিমা সংস্কৃতির সাথে পাশ্চাত্য দুনিয়ার সেতুবন্ধন গড়ে তোলেন৷ তার প্ৰথম ভারতমুখী ভ্ৰমণে (১৪৯৭-১৪৯৯) এই কাজ সম্পন্ন হয়েছিল৷ ভাস্কো দা গামার এই আবিষ্কার বৈশ্বিক সাম্ৰাজ্যবাদের ইতিহাসে অতি তাৎ পৰ্য্যপূৰ্ণ ছিল কারণ এই ভ্ৰমণের দ্বারাই পর্তুগীজদের এশিয়া মহাদেশে দীৰ্ঘকালীন উপনিবেশ স্থাপনের পথ সুগম হয়েছিল৷ তার দ্বারা আবিষ্কৃত পথটি বিবাদপূৰ্ণ ভূমধ্য সাগর এবং বিপদজনক আরব উপদ্বীপ পার হওয়া থেকে রেহাই দিয়েছিল কারণ সমগ্র পথটিই ছিল সাগর পথে৷ তিনি দুটি ভারত অভিমুখী নৌযাত্ৰার নেতৃত্ব দিয়েছিলেন , প্রথমটি এবং চতুর্থটি , চতুর্থ যাত্ৰাটি ছিল সবচেয়ে বড় যাত্রা যা তিনি তার প্রথম সমুদ্র যাত্রা থেকে ফির...

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা মডেল টেস্ট

সঠিক উত্তরের পাশে টিক ( √ )   চিহ্ন দাওঃ   ১। একুশ স্মরণে প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেন ? ক. শহিদ বরকতের পিতা খ. শহিদ জব্বারের মাতা গ. শহিদ শফিউর রহমানের পিতা ঘ. শহিদ শফিউর রহমানের মাতা ২। বনফুলের কোনটির প্রতি বিশেষ আগ্রহ ছিল ? ক. ছোটগল্প     খ. উপন্যাস গ. কবিতা       ঘ. নাটক ৩। ‘পুতুলের বিয়ে’ কাজী নজরুল ইসলাম রচিত একটি— ক. উপন্যাস     খ. নাটক গ. কাব্যগ্রন্থ      ঘ. গান ৪। ‘সুখ’ কবিতাটি কবি কামিনী রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? ক. নির্মল্য       খ. অশোক সংগীত গ. জীবনপথে    ঘ. আলোছায়া ৫। তোষামোদ করলে কী হয় ? ক. অন্যায় কাজ প্রশ্রয় পায় খ. অন্যায় কাজ রহিত হয় গ. অর্থলাভ হয় ঘ. আত্মতৃপ্তি পাওয়া যায় ৬। ‘কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে’—এখানে কবি দেখিয়েছেন— ক. জন্মভূমির অতুলনীয় সৌন্দর্য খ. জন্মভূমির প্রতি আবেগ গ. জন্মভূমির ফসলের মাঠ ঘ. জন্মভূমির প্রতি মায়া ৭। ‘গোলাপ ফোটে খুকির হাতে’ ক...

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মডেল টেস্ট- সাধারণ জ্ঞান

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা : মডেল  সাধারণ জ্ঞান সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। .৫×২০=১০ ১। কোনটি তরল-তরল দ্রবণের উদাহরণ ? ক. ভিনেগার ও পানি খ. পানি ও লবণ গ. পানি ও বালু ঘ. পানি ও চিনি ২। ফরমালিন কী ধরনের গ্যাসের দ্রবণ ? ক. পানিতে ফরমালডিহাইড খ. পানিতে অ্যাসিটালডিহাইড গ. পানিতে কার্বন ডাই-অক্সাইড ঘ. সবগুলো ৩। সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে , তাকে কী বলে ? ক. প্রতিসরণ খ. বিক্ষেপণ গ. নিয়মিত প্রতিফলন ঘ. ব্যাপ্ত প্রতিফলন ৪। দুটি সমতল দর্পণকে মুখোমুখি রাখলে কী ধরনের প্রতিফলন ঘটে ?   ক. নিয়মিত প্রতিফলন খ. ব্যাপ্ত প্রতিফলন গ. বহুমুখী প্রতিফলন ঘ. প্রতিসরণ ৫। হেলানো তল থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা আদায় করা যায় ? ক. দৈর্ঘ্য বাড়িয়ে খ. দৈর্ঘ্য কমিয়ে গ. উচ্চতা বাড়িয়ে ঘ. উচ্চতা কমিয়ে ৬। পৃথিবীর বয়স কত বছর ? ক. ১০ বিলিয়ন খ. ৫ বিলিয়ন গ. সাড়ে ৪ বিলিয়ন ঘ. ৩ বিলিয়ন ৭। সূর্যে কোন গ্যাস থাকে ? ক. হাইড্রোজেন খ. হিলিয়াম গ. নাইট্রোজেন ঘ. ক ও খ ৮। বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি ? ক. হাইড্রো...