হজ্জের সময়ে সাথে নিবেন (Carry On Hajj)

হজ্বের জন্য প্রয়োজনীয় সামগ্রী: হজ্বের সফরকারীর জন্য যে-সব সামান সাথে নেওয়া উচিত তার একটা তালিকা নিম্নে দেওয়া হলো:
১.পাসপোর্ট
২.ভিসা
৩.বিমানের টিকেট
৪.ডলার / রিয়াল
৬.মাঝারী একটি ব্যাগ বা লাগেজ
৭.ছোট একটি ব্যাগ (মিনায় সামান নেওয়ার জন্য)
৮.হাজীবেল্ট
৯.গলায় ঝুলিয়ে রাখার মতো একটি ব্যাগ যাতে পাসপোর্ট, টিকেট ও হজ্বের মাসায়েল সংক্রান্ত— বই রাখা যায়।
১০.দুই সেট ইহরামের কাপড়। (তিন গজ করে আড়াই হাত পানার দুই পিস গায়ের ও আড়াই গজ করে আড়াই হাত পানার দুই পিস লুঙ্গির মত পরার জন্য। ইহরামের কাপড় সাদা হওয়া ভালো। লুঙ্গির মতো যেটা পরা হবে সেটা মোটা হওয়া উচিত।)
১১. ৩/৪ সেট সেলোয়ার-পাঞ্জাবী। লুঙ্গি, গেঞ্জি, গামছা, টুপি, পকেটরুমাল প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী।
১২. মহিলাদের জন্য নিজেদের ব্যবহারের সবধরনের কাপড় এবং পর্দা করার জন্য বড় চাদর ও রশি। চাদর বা পাতলা কাঁথা।
১৩. শীতের মৌসুম হলে প্রয়োজনীয় শীতের কাপড়।
১৪. ছোট একটি চাকু, নখ কাটার মেশীন, মোচ কাটার কাঁচি, ব্লেড, ছোট আয়না, সুঁই-সূতা। (লৌহজাত দ্রব্য গুলো বিমানে বড় ব্যাগে দিয়ে দিবে। নিজের সাথের ব্যাগে রাখবে না।)
১৫. মেসওয়াক, ব্রাশ, টুথপেস্ট, প্রয়োজনীয় সাবান, নীল।
১৬. টয়লেট টিস্যু ও টিস্যু পেপার।
১৭. স্টিল বা মেলামেইনের একটি প্লেট, একটি গ্লাস ও একটি ছোট চামচ, একটি দস্তরখান।
১৮. খাতা-কলম।
১৯. গরমের দিন ছোট একটি ছাতা।
২০. স্পঞ্জ স্যান্ডেল।
২১. সুগন্ধিমুক্ত তেল, ভ্যাসলিন, ক্রীম।
২২. মাথাব্যাথা, গলাব্যাথা, শরীরব্যাথা, জ্বর, বমি, পেট খারাবের ঔষধ, খাওয়ার স্যালাইন এবং নিজের ব্যবহার্য ঔষধ।
২৩. বাংলাদেশী দু‘এক হাজার টাকা সাথে রাখা, যাতে দেশে ফিরে প্রয়োজনে বাড়ি যাওয়ার ভাড়া মিটানো যায়।
২৪. পাসপোর্ট, টিকেট ইত্যাদির দুই তিনটা করে ফটোকপি ভিন্ন দু‘তিন জায়গায় রাখা।
২৫. এক-দেড় কেজি ভালো চিড়া ও গুড়।
২৬. তায়াম্মুমের মাটি।
উল্লেখিত তালিকা দ্বারা হজ্বের সফরে প্রয়োজনীয় জিনিস সম্পর্কে একটা ধারণা দেওয়া উদ্দেশ্য। প্রত্যেকে নিজের রুচি ও প্রয়োজন অনুসারে এর মধ্যে কম-বেশিও করতে পারে। তাছাড়া এসব জিনিস মক্কা-মদীনার মার্কেটে কিনতে পাওয়া যায়। তাই কেউ যদি এসব জিনিস দেশ থেকে বয়ে নিয়ে যাওয়া ঝামেলা মনে করে তাহলে সেখান থেকে কিনে নিতে পারবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী