মাহরাম না থাকলে করণীয়
মাহরাম না থাকলে করণীয়:
কোনো মহিলার নিকট মাহরাম নিয়ে হজ্বে যাওয়ার টাকা আছে, কিন্তু সে কোনো মাহরাম পাচ্ছে না যে তাকে হজ্বে নিয়ে যাবে, তাহলে সে শারিরীকভাবে হজ্ব আদায়ের সক্ষমতা থাকা পর্যন্ত মাহরামের অপেক্ষা করবে। যখন শারিরীকভাবে অক্ষম হয়ে যাবে তখন কারো মাধ্যমে বদলী হজ্ব করাবে। এছাড়া হজ্ব করতে না পারার ক্ষেত্রে বদলী হজ্বের ওছিয়্যাত করে রাখাও ওয়াজিব। (রদ্দুল মুহতার ২/৫৯৯)
মাহরাম ছাড়াই হজ্ব:
যদি কোনো মহিলা স্বামী বা মাহরাম ছাড়াই ফরয হজ্ব আদায় করে ফেলে, তাহলে তার ফরয আদায় হয়ে যাবে বটে কিন্তু সে গুনাহগার হবে। এগুনাহের জন্য তাওবা-ইস্তিগফার করে নেওয়া জরুরী। (রদ্দুল মুহতার ২/৪৬৫)
কোনো মহিলার নিকট মাহরাম নিয়ে হজ্বে যাওয়ার টাকা আছে, কিন্তু সে কোনো মাহরাম পাচ্ছে না যে তাকে হজ্বে নিয়ে যাবে, তাহলে সে শারিরীকভাবে হজ্ব আদায়ের সক্ষমতা থাকা পর্যন্ত মাহরামের অপেক্ষা করবে। যখন শারিরীকভাবে অক্ষম হয়ে যাবে তখন কারো মাধ্যমে বদলী হজ্ব করাবে। এছাড়া হজ্ব করতে না পারার ক্ষেত্রে বদলী হজ্বের ওছিয়্যাত করে রাখাও ওয়াজিব। (রদ্দুল মুহতার ২/৫৯৯)
মাহরাম ছাড়াই হজ্ব:
যদি কোনো মহিলা স্বামী বা মাহরাম ছাড়াই ফরয হজ্ব আদায় করে ফেলে, তাহলে তার ফরয আদায় হয়ে যাবে বটে কিন্তু সে গুনাহগার হবে। এগুনাহের জন্য তাওবা-ইস্তিগফার করে নেওয়া জরুরী। (রদ্দুল মুহতার ২/৪৬৫)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন