নামাজের সিজদা অবস্থায় ১৯ কাজ



সিজদা অবস্থায় ১৯ কাজ
১. সিজদায় যাওয়া অবস্থায় তাকবীর বলা।
২. হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত সিনা ও মাথা সোজা রাখা অবস্থায় সিজদায় যাওয়া।
৩. (প্রথমে) উভয় হাঁটু মাটিতে রাখা।
৪. (তারপর) নিতম্ব রাখা।
৫. উভয় পা ডান দিক দিয়ে বের করে বিছিয়ে রাখা।
৬. পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখা।
৭. তারপর আঙ্গুল মিলিয়ে হাঁটুর কাছে মাথা রাখা।
৮. আঙ্গুলের মাথাগুলো কিবলামুখী করে সোজাভাবে রাখা।
৯. দু‘হাতের মধ্যখানে চেহারা রাখা যায় এ পরিমাণ ফাঁক রাখা।
১০. (তারপর) বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর হাঁটুর সামনে রাখা।
১১. নাকের অগ্রভাগের দিকে অর্থাত জমিনের দিকে নজর রাখা।
১২. (তারপর) কপাল রাখা।
১১. পেট উরু থেকে পৃথক রাখা।
১২. কনুই মাটি ও রান থেকে পৃথক রাখা।
১৩. পেট উরুর সঙ্গে মিলিয়ে রাখা।
১৪. কনুই মাটিতে লাগিয়ে রাখা।
১৫. বাহু শরীরের সঙ্গে মিলিয়ে রাখা।
১৬. অত্যন্ত জড়সড় হয়ে সিজদা করা।
১৭. আঙ্গুলসমূহ পরস্পরে মিলিয়ে রাখা।
১৮. কমপক্ষে তিনবার সিজদার তাসবীহ্ (সুবহানা রাব্বিয়াল আ‘লা ) পড়া।
১৯. সিজদা করা ফরয এবং সিজদায় কমপক্ষে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী