ভর ও ওজনের মধ্যে পার্থক্য
ভর এবং ওজনের মধ্যে পার্থক্যঃ
ভর ও ওজন এর মধ্যে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে যা এই আর্টিকেল এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভর এবং ওজন এর পার্থক্য নীচে দেওয়া হলো-
১। কোনো বস্তুতে মোট জড়তার পরিমাপকে ঐ বস্তুর ভর বলে। অন্যদিকে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই ঐ বস্তুর ওজন।
২। ভর একটি মৌলিক রাশি। এর মাত্রা সমীকরণ [M]. অন্যদিকে ওজন একটি লব্ধ রাশি। এর মাত্রা সমীকরণ [MLT-২]
৩। ভর একটি স্কেলার রাশি। অন্যদিকে ওজন যেহেতু এক প্রকার বল সেহেতু ওজন একটি ভেক্টর রাশি। এর দিক পৃথিবীর কেন্দ্রের দিকে।
৪। যে অণু-পরমাণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর ঐ বস্তুর ভর নির্ভর করে। অন্যদিকে কোনো বস্তুর ওজন যে স্থানে বস্তুটি আছে সেখানে অভিকর্ষজ ত্বরণ g এর মানের ওপর নির্ভর করে।
৫। বস্তুর ভর স্থানভেদে ভিন্ন হয় না। অন্যদিকে বস্তুর ওজন স্থানভেদে ভিন্ন হতে পারে৷
৬। ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম। অন্যদিকে ওজনের আন্তর্জাতিক একক নিউটন।
৭। সাধারণ নিক্তি দিয়েই ভর মাপা যায়। অন্যদিকে স্প্রিং নিক্তি, তুলাযন্ত্র ইত্যাদি দিয়ে ওজন মাপা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন