তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্যঃ
তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্যঃ
১। তাপ এক প্রকার শক্তি, যা ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায়। পক্ষান্তরে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে নিয়ে এলে তাপ দেবে-না নেবে তা নির্ধারণ করে।
২। তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না। পক্ষান্তরে তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে।
৩। তাপ হলো তাপমাত্রার কারণ। পক্ষান্তরে তাপমাত্রা হলো তাপের ফল।
৪। তাপ পরিমাপের একক জুল। পক্ষান্তরে তাপমাত্রা পরিমাপের একক কেলভিন।
৫। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। পক্ষান্তরে দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে।
৬। তাপ বস্তুস্থিত অণুর শক্তির সমানুপাতিক। পক্ষান্তরে তাপমাত্রা বস্তুস্থিত গড় শক্তির সমানুপাতিক।
৭। তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরি মিটার। পক্ষান্তরে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন