মৌসুমী জলবায়ু (Monsoon Climate) কাকে বলে?
মৌসুমী জলবায়ু (Monsoon Climate):
মেীসুমি বায়ু শব্দটি ইংরেজি শব্দ হল Monsoon। মৌসুমী কথাটির উৎপত্তি আরবি শব্দ মৌসিম (Mousim) থেকে যার অর্থ হল ঋতু বা কাল। যে জনবায়ু শীতকালে এবং গ্রীষ্মকালে পরস্পর বিপরীত দিক থেকে প্রবাহিত হয় সেই বায়ুপ্রবাহকে মৌসুমী বায়ু বলে। ঋতু পরিবর্তনের সাথে সাথে জল ও স্থলভাগে দিন ও রাত্রির উত্তাপের তারতম্যের জন্য যে বায়ুর দিক পরিবর্তিত হয় তাই মৌসুমি বায়ু এবং যে অঞ্চল বা দেশের ওপর দিয়ে এ বায়ুপ্রবাহিত হয় সেসব দেশের জলবায়ুকে মৌসুমে জলবায়ু বলে। এ জলবায়ু শীতকালে স্থলভাগ হতে জলভাগের দিকে গ্রীষ্মকালে জলভাগ হতে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এজন্য গ্রীষ্মকালে বৃষ্টিবহুল এবং শীতকালে প্রায় বৃষ্টিহীন থাকে। এতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ অধিক এবং আদ্রতা বৃদ্ধি পায়।
মৌসুমী জলবায়ু সাধারণ ১০° থেকে ৩০° উত্তর অক্ষাংশে এবং ১০° থেকে ৩০° দক্ষিণ অক্ষাংশে বিস্তৃত। আঞ্চলিক বিন্যাসের দিক থেকে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, মালয়েশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব চীন ও জাপানের দক্ষিণাংশ এ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন