আযানের শেষের দু‘আ

আযানের শেষে প্রথমে দুরূদ শরীফ পড়ে এ দু‘আ পড়বে-
اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ اِنَّكَ لَاتُخْلِفُ الْمِيْعَادْ .
অর্থ : হে পরিপূর্ণ দাওয়াত (তথা আযান) ও নামাযের মালিক আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়া সাল্লামকে উসীলা ও উচ্চমর্যাদা দান করুন এবং তাঁকে মাকামে মাহমুদে আসীন করুন, যার ওয়াদা আপনি তাঁর সাথে করেছেন। নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না।
(বুখারী হাদীস নং-৬১৪/ মুসলিম হাদীস নং ৩৮৪/ বাইহাকী হাদীস নং-১৯৭২,সুনানে কুবরা বাইহাকী হাদীস নং-২০০৯)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী