ফরয নামাযের পর পড়ার দু‘আ সমূহ-

পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর পড়ার দু‘আ সমূহ-
(১) ৩ বার أَسْتَغْفِرُ اللهَ الَّذِيْ لَا إلَهَ إلَّا هُوَ الْحَيُّ القيُّوْمُ وَأتُوْبُ إليْهِ .
(ইবনুস সুন্নী হাদীস নং-১৩৭,১৩৬)
(২) ১ বার
اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ.
(মুসনাদে আহমাদ হাদীস নং-২২৩৬৫/ মুসলিম হাদীস নং-৫৯১)
(৩) ১ বার
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ. لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ .
অর্থ: আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। তিনি এক তাঁর কোন শরীক নেই। সর্বময় রাজত্ব একমাত্র তাঁর। তারই জন্য সকল প্রসংশা তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, হে আল্লহ! আপনি যা দিতে চান তা কেহ রোধ করতে পারে না, আর আপনি যা রোধ করতে চান তা কেহ দিতে পারবে না এবং কোন সম্পদশালীকে তার সম্পদ আপনার থেকে রক্ষা করতে পারে না। (বুখারী হাদীস নং-৮৪৪)
(৪) ১ বার اية الكرسى (আয়াতুল কুরসী)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবে, মৃত্যু ব্যতিত কোন কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না।
(সুনানে কুবরা নাসাঈ হাদীস নং-৯৯২৮/ ইবনুস্ সুন্নী হাদীস নং-১২৩)
(৫) تسبيح فاطمى অর্থাৎ- ৩৩বার, سُبْحَانَ اللهْ ৩৩বার اَلْحَمْدُ لِلَّهْ ৩৪বার اَللهُ اَكْبَرْ
(মুসলিম হাদীস নং-৫৯৫)
(৬) ফজর ও মাগরিবের পর কথা বলার পূর্বে ৭ বার-
اَللَّهُمَّ اَجِرْنِىْ مْنَ النَّارِ
(সুনানে কুবরা নাসাঈ হাদীস নং-৯৯৩৯/ আবু দাউদ হাদীস নং-৫০৭৯)
(৭) ফজর ও মাগরিবের পর ৩ বার
اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم পড়ে, ১ বার سورة الحشر- (সূরা হাশর)-এর শেষ ৩ আয়াত পড়বে। (তিরমিযী হাদীস নং-২৯২৭)
বি.দ্র. লম্বা দু‘আ সমূহ ফরয নামাযের পরে সুন্নাত না থাকলে ফরযের পরই পড়বে, আর সুন্নাত থাকলে সুন্নাত পড়ার পর পড়বে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী