অসুস্থ ব্যক্তির উযু ভাঙ্গার আহকাম
অসুস্থ ব্যক্তির উযু ভাঙ্গার আহকাম
উযু ভাঙ্গার বিভিন্ন কারণ আছে, তন্মধ্যে একটি হলো শরীরের কোন স্থান হতে রক্ত-পুজ বের হয়ে দেহের এমন অংশে গড়িয়ে পড়া যা উযু বা গোসলে ধৌত করা ফরজ। এই বিধান অসুস্থ ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। যারা চর্মরোগে আক্রান্ত, শরীরে ঘা বা ফুসুরী হয়েছে। সেখান থেকে রক্ত-পুজ বা পাতলা পানি বেরিয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে উযু ভেঙ্গে যাবে।মাসয়ালা : চোখ থেকে আঘাতের কারণে বা ব্যথা অনুভব করার পর যদি পানি বের হয়, তাহলে উযু ভেঙ্গে যাবে। মাসয়ালা : ঘায়ের স্থান যদি বড় বা গভীর হয়, যেখানে রক্ত, পুজ জমে থাকে, তাতে উযু নষ্ট হবে না। হ্যাঁ, যখন উক্ত স্থান থেকে গড়িয়ে বাইরে বের হয়ে যাবে তখন উযু ভাঙ্গবে।
মাসয়ালা : যখন কোন ক্ষতস্থান থেকে সামান্য রক্ত, পুজ বের হয়, সেটা মুছে ফেলার পর আবার বের হয়, এভাবে কয়েকবার মুছে ফেলার পর যদি অনুমান করে দেখা যায় যে, উক্ত রক্ত বা পুজ যদি মুছে না ফেলা হত তাহলে তার সমষ্টি একত্রিত হয়ে গড়িয়ে পড়ত। তাহলে উযু ভেঙ্গে যাবে। অন্যথায় নয়।
মাসয়ালা : যখন ফোঁড়া বা ক্ষত থেকে রক্ত বা পুজ বের হতে থাকে কিন্তু তার উপর ব্যান্ডেজ থাকার কারণে বাহিরে প্রকাশ পায় না, তবে অনুমানে বুঝা যায় যে, সেটা গড়িয়ে পড়ার পরিমাণ হবে, তাহলে উযু ভেঙ্গে যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন