মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত
মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত সমূহ
১. বিসমিল্লাহ পড়া।
(মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৪৭৩)
২. দরূদ শরীফ পড়া।
(মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৪৭২)
৩. অতঃপর এই দু‘আ পড়া :
اَللّهُمَّ إنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكْ
(মুসলিম, হাদীস নং-৭১৩)
উল্লেখিত দু‘আ সমূহ একত্রে এভাবে পড়া যায় :
بِسْمِ اللهِ وَالصَّلَوةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللهِ اَللّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكْ .
এ দু‘আ গুলো বের হওয়ার পূর্বেই পড়বে।
৪. মসজিদের বাইরে (জুতার উপর) বাম পা আগে রাখা। (মুস্তাদরাকে হাকিম, হাদীস নং-৭৯১)
৫. অতঃপর প্রথমে ডান পায়ে জুতা পরা। তারপর বাম পায়ে পরা।
(বুখারী শরীফ, হাদীস নং-৫৮৫৫)
১. বিসমিল্লাহ পড়া।
(মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৪৭৩)
২. দরূদ শরীফ পড়া।
(মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৪৭২)
৩. অতঃপর এই দু‘আ পড়া :
اَللّهُمَّ إنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكْ
(মুসলিম, হাদীস নং-৭১৩)
উল্লেখিত দু‘আ সমূহ একত্রে এভাবে পড়া যায় :
بِسْمِ اللهِ وَالصَّلَوةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللهِ اَللّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكْ .
এ দু‘আ গুলো বের হওয়ার পূর্বেই পড়বে।
৪. মসজিদের বাইরে (জুতার উপর) বাম পা আগে রাখা। (মুস্তাদরাকে হাকিম, হাদীস নং-৭৯১)
৫. অতঃপর প্রথমে ডান পায়ে জুতা পরা। তারপর বাম পায়ে পরা।
(বুখারী শরীফ, হাদীস নং-৫৮৫৫)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন