How to enter a Mosque- মসজিদে প্রবেশ করবো কিভাবে?

ইসলাম শুধু একটি ধর্মই নয়; বরং এটি একটি পূরনাঙ্গজীবন বিধান। এতে রয়েছে দৈনন্দিন সকল কাজের নির্দেশনা।





মাসনূন দু‘আ
১. উযুর শুরুতে পড়বে-
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
অর্থ : আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু অত্যন্ত দয়াবান।
(আবু দাঊদ হাদীস নং-১০১/ তিরমিযী হাদীস নং-২৫)
২. উযুর মাঝে পড়বে-
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ .
অর্থ : হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দিন। আমার ঘর প্রশস্ত করে দিন। আমার রিযিক বৃদ্ধি করে দিন। (সুনানে কুবরা নাসাঈ হাদীস নং-৯৯০৮)
৩. উযুর শেষে উপরের দিকে তাঁকিয়ে পড়বে-
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ .
অর্থ : আমি (অন্তরের অকাট্য বিশ্বাসের সাথে) সাক্ষ্য (স্বরূপ মুখে ঘোষণা) দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত অন্য কোন মা‘বুদ (ইবাদতের যোগ্য) নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা এবং রাসূল।
(মুসলিম হাদীস নং-২৩৪,৫৭৭)
অতঃপর এ দু‘আ পড়বে-
اَللَّهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ .
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে
শামিল করুন।(তিরমিযী হাদীস নং-৫৫)
৪. মসজিদে প্রবেশ করার সময় পড়বে-
بِسْمِ اللهِ وَالصَّلَوةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللهِ اَللّهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكْ .
.
অর্থ : আল্লাহ তা‘আলার নামে শুরু করছি। আল্লাহ তা‘আলার রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের প্রতি রহমত ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দ্বার উন্মুক্ত করে দিন। (মুসলিম হাদীস নং-৭১৩/ মুসনাদে আহমাদ হাদীস নং-২৬৪৭৩, ২৬৪৭২/ মুসান্নাফে ইবনে আবী শাইবা হাদীস নং- ২৯৭৫৫/ ইবনে মাজাহ হাদীস নং- ৭৭১,মুসনাদে আহমাদ, ৬:২৮৩, হাদীস নং-২৬৪৫৯/মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩৪৩১)

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী