ঈদের সুন্নাত সমূহ

ঈদের সুন্নাত সমূহ
(১) অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (বাইহাকী, হাদীস নং- ৬১২৬)
(২) মিসওয়াক করা। (তাবঈনুল হাকাইক, ১:৫৩৮)
(৩) গোসল করা। (ইবনে মাজাহ, হাদীস নং- ১৩১৫)
(৪) শরী‘আতসম্মত সাজসজ্জা করা।(বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮)
(৫) সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮/ মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)
(৬) সুগন্ধি ব্যবহার করা। মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)
(৭) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় যেমন (খেজুর ইত্যাদি) খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পরে নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৩/ তিরমিযী শরীফ, হাদীস নং- ৫৪২/ দারেমী হাদীস নং- ১৬০৩)
(৮) সকাল সকাল ঈদগাহে যাওয়া।
(আবু দাউদ, হাদীস নং- ১১৫৭)
(৯) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে ছাদাকায়ে ফিতর আদায় করা। দারাকুতনী, হাদীস নং- ১৬৯৪)
(১০) ঈদের নামায ইদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৬/ আবু দাউদ হাদীস নং- ১১৫৮)
(১১) যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৮৬)
(১২) পায় হেঁটে যাওয়া। (আবু দাউদ, হাদীস নং- ১১৪৩)
(১৩) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকা-
اَللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرْ . اَللهُ اَكْبَرْ وَلِلّهِ الْحَمْدْ .
তবে ঈদুল আযহাতে যাওয়ার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ১১০৫/ বাইহাকী, হাদীস নং- ৬১৩০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাহাড়পুর রচনা

সোনারগাঁও রচনা

প্রতীক, সংকেত, যোজনী